Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
গিয়াস উদ্দিন আযম শাহ্ এর মাজার।
Location
সোনারগাঁ উপজেলা মোগরাপাড় ইউনিয়নস্থিত ভৈরবদী (কালাদরগাঁ) স্থানে অবস্থিত।
Transportation

ঢাকা থেকে ঢাকা-চট্রগ্রাম জাতীয় মহাসড়ক পথে বাসে করে মোগরাপাড়া চৌরাস্তা অতপর সি.এন.জি/রিক্সা দিয়ে প্রায় ২৮ কি.মি. যাতায়াত ভাড়া মাত্র ৬৫/- টাকা।

Details

মাজারটি বাংলাদেশের সুলতানি আমলের নিকটতম বিদ্যমান কাঠামো যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় শাহচিলাপুরে  অবস্থিত। মাজারটি পাঁচপীর দরগার শতফুট পূর্বে এবং পুরনো শহর দক্ষিন উপকন্ঠে স্থানীয়ভাবে  মাঘ দীঘি নামে পরিচিত একটি শুস্ক পুকুরের এক প্রান্তে অবস্থিত।

 

মনোরস কষ্টি পাথরে ভাস্কর্য শিল্প অলংকৃত শিলালিপি সম্বলিত একটি টেবিলের উপর স্থাপন করা যা একটি কোরামের শীর্ষ কালো কাসল্টের একটি একক ব্লক নিয়ে গঠিত। জেমস ওয়াইজ এর মতে,মাজারটির উপরের অংশ পাথর স্তম্ভ বিশিষ্ট একটি ঘের দ্বারা বিষ্টিত। পাথরের উপরের বাটালি দ্বারা কাটা কাজের সঙ্গে প্রসাধিত ছিল। আজ কেবলমাত্র মাজারটির পূর্ব দিকে প্রসাধন দেখা যায়।মাজারের ভাস্কর্য অনেকটা আদিনা মসজিদের ভাস্কর্যের অনুরূপ। মাজারটি আনুমানিক ১৪১০ খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন আজমশাহ কবরের উপর প্রতিষ্ঠিত হয়।