Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সোনারগাঁয়ে উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন
Details

সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে ০৯.০৬.২০১৫ তারিখ মঙ্গলবার সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট’’ এর আওতায় সোনারগাঁ উপজেলার ‘‘নারী উন্নয়ন ফেরাম গঠন’’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদস সদস্য-২০৬, নারায়ণগঞ্জ-৩ জনাব লিয়াকত হোসেন খোকা। তাছাড়া উদ্বোধনী অধিবেশন এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আনিছুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ঢাকা বিভাগ, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক, (উপ-সচিব) স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ জনাব মোঃ ইসরাত হোসেন খান, সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু নাছের ভূঁঞা। এই দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহনকারী হিসেবে উপস্থতি ছিলেন উপজেলা ১০টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্য এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাৎ নাছিমা আক্তার।

 

দিনব্যাপী কর্মশালায় কর্মশালার পর সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের মাঝে সরাসরি ভোটের মাধ্যমে নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়।

 

নির্বাচিত নারী উন্নয়ন ফোরাম একটি উপদেষ্ঠা পরিষদ ঘোষনা করেন উপদেষ্ঠা পরিষদ নিমণরূপ

০১।     মিসেস ডালিয়া লিয়াকত                                                  উপদেষ্টা

০২।     ডঃ শিরিন আক্তার                                                        ’’

০৩।     এড. সেলিনা আক্তার                                                      ’’

০৪।     উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা                                       ’’

০৫।     মাহমুদা ইসলাম ফেন্সী                                                    ’’

 

তাছাড়া নির্বাচিত নারী উন্নয়ন ফোরাম নিমণরূপ

০১।     মোসাঃ নাছিমা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান                   সভাপতি (পদাধিকার বলে)

০২।     মরিয়ম আক্তার, সংরক্ষিতআসন-৩, বারদী ইউনিয়ন                            সহ-সভাপতি

০৩।     জাহেদা আকতার মনি, কাউন্সিলর, সংরক্ষিতআসন-২,সোনারগাঁও পৌরসভা  সাধারণ সম্পাদক

০৪।     রোকসানা আক্তার, সংরক্ষিতআসন-৩, সাদিপুর                        কোষাধ্যক্ষ

০৫।     রম্ননা আক্তার, সংরক্ষিত আসন-৩, পিরোজপুর                        কার্য্যকরী সদস্য

০৬।     মোসাঃ শেফালী বেগম, সংরক্ষিত আসন-২, কাঁচপুর                             ’’

০৭।     জায়েদা বেগম, সংরক্ষিত আসন-২, নোয়াগাঁও                         ’’

০৮।     নিলুফা বেগম, সংরক্ষিত আসন-৩, জামপুর                                      ’’

০৯।     রাশিদা, সংরক্ষিত আসন-২, সাদিপুর ইউনিয়ন                         ’’

১০।     মোসাঃ মনোয়ারা বেগম, সংরক্ষিত  আসন-৩, সনমান্দি              ’’

১১।     রহিমা বেগম, সংরক্ষিত আসন-১, মোগরাপাড়া                        ’’

Images
Attachments