‘‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’’
প্রিয় সোনারগাঁ উপজেলাবাসী,
আসসালামুআলাইকুম। সোনারগাঁ উপজেলা পরিষদ থেকে সবাইকে শুভেচ্ছা। সোনারগাঁ একটি প্রাচীন জনপদ, এ জনপদের ইতিহাস ঐতিহ্য তাৎপর্যপূর্ণ। এ জনপদের জনগণ শান্তিপ্রিয়। জনগণের সর্বাত্মক সহযোগিতায় সোনারগাঁ উপজেলা পরিষদ অত্যন্ত দক্ষতার সাথে জনগনের সুষম উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞা।
প্রিয় সুধী;
আপনারা জেনে খুশী হবেন। সোনারগাঁ উপজেলা পরিষদ এই প্রথমবারের মত ২০১৪-১৫ অর্থবছরের জন্য রাজস্ব খাতে ৫৯,৩৩,৩০৬/- টাকা এর মধ্যে উন্নয়ন বাজেট ৫,৩০,০০,০০০/- (পাঁচ কোটি ত্রিশ লক্ষ) টাকা বাজেট ঘোষনা করতে যাচ্ছে। বাজেট যে কোন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণ; যা আইন দ্বারা নির্দেশিত। আমরা উপজেলা পরিষদ মনে করি আমাদের সীমিত সম্পদের সুষ্ঠ কর্মপরিকল্পনা ও সঠিক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা জনগনের কাঙ্খিত সেবা প্রদান করতে পারবো এবং সোনারগাঁ উন্নয়নের ধারাকে আরা জোরালো করতে পারবো।
সংক্ষিপ্ত বিবরণী
রাজস্ব হিসাব | উন্নয়ন হিসাব | ||
রাজস্ব আয় | ৬,০৩,৫৩,০০০/- | উন্নয়ন আয় | ১,৯১,০০,০০০/- |
রাজস্ব ব্যায় | ৫৯,৩৩,৩০৬/- | গত অর্থবছরে উদ্বৃত্ত | ৩,৩৯,০০,০০০/- |
- | - | মোট = | ৫,৩০,০০,০০০/- |
রাজস্ব উদ্বৃত্ত = | ৫,৪৪,১৯,৯৯৪ | উন্নয়ন ব্যায় = | ৫,৩০,০০,০০০/- |
প্রিয় জনপ্রতিনিধিবৃন্দ ও সাংসদ;
আপনারা প্রতিনিয়ত আমাদের উপদেশ ও দিকনির্দেশনা দিয়ে আমাদের পরিষদের কাজকে সহজ করে দিচেছন। আপনাদের এ সহযোগীতার ধারা অব্যাহত থাকবে। এটাই আমাদের কাম্য।
প্রিয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ;
সোনারগাঁ উপজেলার উন্নয়নে আপনারা সর্বদা কাজ করে যাচেছন। আপনাদের কর্মদক্ষতা ও ঐকান্তিক প্রচেষ্ঠায় এ জনপদে প্রতিষ্ঠা হবে সুশাসন এবং বেগবান হবে উন্নয়নের গতিধারা। আপনারা পূর্বের ন্যায় জনগনের জন্য আত্মনিয়োগের এ গতিধারা আরো গতিশীল হবে; এটা আমাদের কাম্য।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা;
আপনারা জনগনের বন্ধু ও রাষ্ট্রীয় কর্মকান্ডের প্রহরী ও স্বাক্ষী হিসেবে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করে যাচেছন। আপনারা পূর্বের ন্যায় ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন। ইহা আমাদের আশা।
প্রিয় জনগণ;
আমরা আমাদের বাজেটটি সরকারের নির্দেশনা ও স্থানীয় জনগনের চাহিদা ও বাসত্মব অবস্থার পরিপ্রেক্ষিতে এ বাজেট তৈরী করা হয়েছে সম্পদের সদব্যবহার ও আমাদের সীমিত অর্থের মাধ্যমেই আমাদের চাহিদা পূরণ করতে হচ্ছে। এ জন্য আমরা সরকার ও আমাদের মাননীয় সংসদ সদস্যের সহযোগীতা কামনা করছি। আমাদের অর্থের যোগান বাড়ানোর জন্য আমরা কিছু কিছুক্ষেত্রে ভাড়া/টোলের হার বৃদ্ধির প্রস্তাব গৃহীত হয়েছে। আপনারা উন্নয়নের স্বার্থে সহযোগীতার হাত বাড়ানোর এটা আমাদের কাম্য
প্রিয় সুধী;
সবশেষে সকলের সহযোগীতায় সোনারগাঁ উপজেলা পরিষদ তার সেবার মান ও উন্নয়নে ধারা অব্যাহত রাখবে এটা আমাদের পরিষদের একামত্ম কাম্য।
আল্লাহ আমাদের সকলের সহায় হউক।
আজহারুল ইসলাম মান্নান
চেয়ারম্যান
উপজেলা পরিষদ, সোনারগাঁ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS