বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) কর্তৃক “হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণে মহিলাদেরকে গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণ পূর্বক আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন ফেজ-২” শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র বেকার ৭৫৬০ জন নারী এবং ৭৪৪০ জন পুরুষসহ ৫ বছরে সর্বমোট ১৫০০ হাজার প্রশিক্ষণার্থীকে পর্যায়ক্রমে বিটাক ঢাকা, চট্রগ্রাম, খুলনা ও চাঁদপুর কেন্দ্রে প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণ শেষে কর্ম-সংস্থান ও উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন ট্রেডে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হবে। ৪র্থ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম আগামী ০১/০৪/২০২২ খ্রিস্টাব্দ তারিখে শুরু হতে যাচ্ছে। আগামী ২৮/০২/২০২২ খ্রিস্টাব্দ হারিখের মধ্যে আবেদন ফরম জমা দিতে হবে। প্রশিক্ষণে সুযোগ-সুবিধা সমূহ, আবেদনের নিয়মাবলী ও প্রশিক্ষণে অংশ গ্রহণের জন্য আবেদন পত্রটি বিটাক এর ওয়েবসাইট www.bitac.gov.bd থেকে সংগ্রহ করা যাবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS