Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
"ডিজিটাল বাংলাদেশ পুরষ্কার ২০২২" প্রদানের নিমিত্ত আবেদন আহ্বান
Details

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখার জন্য ব্যাক্তি, দল ও প্রতিষ্ঠাঙ্কে অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে "ডিজিটাল বাংলাদেশ পুরষ্কার ২০২২" প্রদানের নিমিত্ত আবেদন আহ্বান করা যাচ্ছে। জেলা ও জাতীয় পর্যায়ে অনলাইনে আবেদন সমূহ দাখিলের সময়সীমাঃ ২৩ জুলাই ২০২২ থেকে ২২ আগস্ট পুরস্কার প্রদানের ক্ষেত্রঃ (ক) সাধারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে মানব সম্পদ উন্নয়ন; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের বিকাশে অবদান; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়নে অবদান; কেন্দ্রীয়/মাঠ পর্যায়ে/বাংলাদেশ মিশনে ই-সার্ভিস বাস্তবায়ন; এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়ন। (খ) কারিগরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সফটওয়ার/হার্ডওয়ার/নেটওয়ার্ক উন্নয়ন; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের নিরাপত্তা (সাইবার নিরাপত্তা) নিশ্চিতকরণ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবন; এবং বাংলাদেশে সমৃদ্ধি আনয়নে ফ্রন্টিয়ার/ইমার্জিং টেকনোলজির ব্যবহার। আবেদন করার প্রক্রিয়াঃ অনলাইনের মাধ্যমে মনোনয়ন/আবেদন দাখিল করতে হলে নিবন্ধন (রেজস্ট্রেশন) করতে হবে। প্রতি ব্যবহারকারী প্রতি ক্যাটেগরিতে একাধিক মনোনয়ন/আবেদন দাখিল করতে পারবে।

অনলাইনে নিবন্ধনের লিংকঃ https://digitalbangladesh.gov.bd/register

Images
Attachments
Publish Date
28/07/2022
Archieve Date
31/08/2022