Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
পঙ্খিরাজ ব্রীজ
বিস্তারিত

পানাম পুল

অবস্থানঃ পানাম পুল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পানাম নগরীর সন্নিকটে অবস্থিত। এটি প্রায় ৪০০ বছরের পূর্বে নির্মিত পূরাকীর্তি। পায়ে হেঁটে ১/২ মিনিটে এ পুলে যাওয়া যায়। এটি পঙ্খিরাজ খালের উপর নির্মিত।

 

স্থাপত্য শৈলিঃ এ পুরাকীর্তি মোগল স্থাপত্যশৈলীর অবলম্বনে নির্মিত। এর উপরাংশ ঘোড়ার পিঠের মতো। নীচে একটি মুল খিলান রয়েছে যার মধ্য দিয়ে নৌকা যাতায়াত করা যায় এবং পার্শ্বে দুটি পাকা সাপোর্টিং খিলান রয়েছে।

 

আয়তনঃ এটি প্রায় ৮৬ ফুট দৈর্ঘ ৩৮ ফুট প্রস্থ এবং এর উচ্চতা ২০ ফুট।

 

ব্যবস্থাপনাঃ এটি প্রত্মতত্ত অধিদপ্তর সংরক্ষণ করে। এর সংরক্ষণের জন্য একজন উপ-সহকারী প্রকৌশলী দায়িত্ব প্রাপ্ত আছে।