Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডিজিটাল সেন্টারের মাধ্যমে সৌদি আরব গমনের রেজিষ্ট্রেশন সংক্রান্ত নিয়মাবলী
বিস্তারিত

সৌদিআরবসহ অন্যান্য দেশে নিবন্ধন প্রক্রিয়া  ইতোঃমধ্যে চালু হয়েছে। একটি চলমান প্রক্রিয়া এবং এ প্রক্রিয়ায় নির্দিষ্ট কোন সময়সীমা নেই। বিগত বছরগুলোর মতো এবার অন-লাইনে নিবন্ধন ফর্ম পূরণ করা হবেনা। বর্তমান প্রক্রিয়ায় ম্যানুয়ালি (হার্ড কপিতে) নিবন্ধনবফর্ম সংগ্রহ করে তা পূরণ করতে হবে এবং নির্ধারিত মূল্যে ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। নিকটবর্তি  ডিএমোও, UDC, PDC এবং CDC  থেকে নির্ধারিত ফর্মের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

যেসকল ফরম প্রয়োজন তা নিম্নে নির্দেশাবলিসহ পিডিএফ  আকারে  দেওয়া হল । 

প্রয়োজনীয় ফরম পেতে নিম্নের লিংগুলোতে চাপ দিন।

১.রেজিস্ট্রেশন নির্দেশাবলি

২.রেজিস্ট্রেশন ইউজার মেনুয়্যাল

৩. রেজিস্ট্রেশন নমুনা ফরম

৪. জব ক্যাটাগরী

ডাউনলোড