বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার মানসে মাননীয় প্রধানমন্ত্রী ২০০৮ সালের ১২ ডিসেম্বর তারিখে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ-রূপকল্পঃ ২০২১ ঘোষণা দেন। রূপকল্পঃ ২০২১ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। ১২ ডিসেম্বর দিনটিকে স্মরণীয় করার জন্য এবং জাতিকে এ দিন পালনের মধ্য দিয়ে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের সারিতে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বিধায় এ দিবসের গুরুত্ব বিবেচনায় গত ২৭/১১/২০১৭ খ্রি. তারিখে মন্ত্রিপরিষদ বৈঠকে ১২ ডিসেম্বর দিনটিকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস (National ICT Day) পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটিকে সামন রেখে সোনারগাঁ উপজেলা প্রশাসন কর্তৃক ১২ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে আপনাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস