Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সোনারগাঁ,নারায়নগঞ্জ ।
ছবি
label.column.field_office_cism

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সোনারগাঁ,নারায়নগঞ্জ এর কর্মপরিকল্পনা

 

ক্রঃ নং

কার্যক্রম

সেবার ধরন

মন্তব্য

ক্ষুদ্রঋন

এই কার্যক্রমের আওতায় প্রশিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থানের ক্ষুদ্রঋন প্রদান করা হয় । এর আওতায় ৫০০/- থেকে ১৫০০০/-পর্যন্ত সহজ শর্তে ঋন প্রদান করা হয় । ঋনগ্রহীতাদের মূল টাকার সঙ্গে মাত্র ৫/ সাভির্স চার্জ প্রদান করতে হয় ।

 

নারী নির্যাতন প্রতিরোধ সেল

মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে গঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি  নারী ও শিশু নির্যাতনমূল অভিযোগের পপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ ব্যবস্থা গ্রহন করে থাকে ।

 

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিষ্টেশন

উন্নয়ন কর্মসূচীকে আরো ব্যপক এবং মহিলা জন গোষ্ঠির মধ্যে সচেতনতা সম্প্রসারন করার লক্ষ্যে মহিলা সংগঠন সমূহের নিবন্ধন প্রদান করা ।

 

অনুদান

মহিলাদের আত্মকর্মসংস্থান ও উন্নয়নের জন্য রেজিষ্ট্রিকৃত মহিলা সমিতি সমূহের মধ্যে আবেদনের প্রেক্ষিতে বার্ষিক ৫০০০/- টাকা থেকে ২৫০০০/- টাকা পর্যন্ত আর্থিক অনুদান বিতরন করা হয় ।

 

ভিজিডি

ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরত্তাসহ প্রশিক্ষন প্রদান ও আয়বধক কর্মসূচীতে তাদের জড়িত করন (ক)২বছর খাদ্য সহায়তা প্রদান (খ)আয়বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষন প্রদান । ভিজিডি চক্র শেষে প্রশিক্ষন প্রাপ্ত মহিলাদের ঋনসুবিধা প্রদান করা ।

 

দরিদ্রমার জন্যমাতৃত্ব কাল ভাতা

গ্রামের দরিদ্র গর্ভবতী মাদের মাসিক ৩৫০/-টাকা হারে ২ বছর মেয়াদে মাতৃত্ব কালীন ভাতা প্রদান করা হয় । এছাড়া সন্তান প্রস্রাবেব পর মা ও শিশুর স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা ।

 

যৌতুক সংক্রান্ত এবং জেন্ডার সমতা মূলক কার্যক্রম

যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ জন্মনিবনদ্ধন ও বিবাহ বিবাহ নিবনদ্ধনে উদ্ধুদ্ধকরন এইস আই ভি (এইডস)প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিসহ নারীর অধিকার

 

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা

প্রতি ২ মাস পরপর উপজেলা মহিলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । নিয়মিত প্রতিবেদন প্রস্ত্তত ও বিতরন করা । তাছাড়া নারী অধিকার রক্ষায় বিভিন্ন দিবস যেমন আর্মতজাতিক নারী দিবস,রোকেয়া দিবস ইত্যাদি ।

 

 

উইড কমিটি সভা

প্রতি মাসে জেলায় অনুষ্ঠিত সমন্বয় সভায় অংশ গ্রহন করে দাপ্তরিক কার্যক্রমে অগ্রগতি সম্পর্কে অবহিত করন ।

 

 

সিটিজেন চার্টার

ক)  নারী উন্নয়ন  ও  জেন্ডার  সমতার  লক্ষ্যে  মিলেনিয়াম ডেভেলপমেন্ট  গোল  ও  দরিদ্র বিমোচন কৌশল পত্রের (MDG) আলোকে রাজস্ব  ও  উন্নয়ণ কার্যক্রম গ্রহন ও  বাস্তবায়ন।

খ)  মহিল  ও  শিশু  বিষয়ক  মন্ত্রণালয়াধীন  মহিলা  বিষয়ক   অধিদপ্তরের  মাধ্যমে  নারী  উন্নয়নে  গৃহীত  সরকারী  / বেসরকারী  উদ্যোগ  ও  কার্যক্রমের  সমন্বয়  সাধন।

গ) বৃত্তিমুলক  ও  ব্যবহারিক  প্রশিক্ষনের  মাধ্যমে  মহিলাদের  আত্ম-কর্মসংস্থান  সৃষ্টির  ব্যবস্থা করা।

ঘ) আর্থ -সামাজিক  উন্নয়নের   মূল  ধারায়  নারীকে  সম্পৃক্ত  করনের  মাধ্যমে  উন্নয়ন  কার্যক্রম  গতিশীল  করা।

ঙ)  দরিদ্র  সীমার  নিচে  বসবাসকারী  মহিলাদের  খাদ্য  নিবাপত্ত,প্রশিক্ষন প্রদান এবং  আয়বর্ধক  কর্মসূচীতে  অংশগ্রহনের  মাধ্যমে  তাদের   জীবন  মান  উন্নয়নসহ  দরিদ্র  বিমোচনের   ব্যবস্থা  করা।

চ) দুঃস্থ  মহিলা, অসহায়  ও  দরিদ্র  গর্ভবতি  মা’র  জন্য  ২  বছর  মেয়াদী  মাতৃত্বকালীন  ভাত  প্রদান।

ছ) বিভিন্ন  বৃত্তিমূলক  পেশার   প্রশিক্ষন  প্রাপ্ত  বিত্তহীন  ও  দরিদ্র  মহিলাদের  উৎপাদনমূখী  কর্মকান্ডে  সম্পৃক্ত  করনের  মাধ্যমে  আত্ম- কর্মসংস্থান  সৃষ্টির  লক্ষ্যে  ক্ষুদ্রঋন  প্রদান।

জ)  নারীর  প্রতি  সহিংসতা  রোধ  সহ  নারী  ও  শিশু  নির্যাতন  প্রতিরোধে  বিভিন্ন  কর্মসূচী  গ্রহন  করা ।

ঝ) নির্যাতিত  নারী  ও  শিশুদের  আইনগত  সহয়াতা  প্রদান  সহ  এসিডদন্ধ  নারীদের  আশ্রয়  ও  চিকিৎসা  সেবা প্রদান করা।

ঞ) নির্যাতিত ,  দুঃস্থ  নারী  ও  শিশুদের   সাময়িক  আগ্রয়সহ  আর্থিক  সাহায্য  প্রদান  করা।

ট)  নারী  ও  শিশু  পাচার  প্রতিরোধে  জনসচেতনতা  বৃদ্ধিসহ  বিভিন্ন  আইন  প্রয়োগের  মাধ্যমে  নারী  ও  শিশু   পাচার  প্রতিরোধ  কার্যক্রম  গ্রহন  করা।

ঠ) স্বেচ্ছাসেবী  মহিলা  সংগঠন  সমূহের   নিবন্ধন  ,  নিয়ন্ত্রন  ও বদারকীসহ সংগঠন  সমূহকে  বাৎসরিক  অনুদান  প্রদান করা।

ড) নারী  উন্নয়ন  ও  জেন্ডার  সমতা  স্থাপনে  জাতীয়  নারী  উন্নয়ন  নীতি  ও  CEDAW  সনদ  বাস্তবায়নসহ  বিভিন্ন  জনসচেতনতা  মূলক  কার্যক্রম  পরিচালনা  করা।

যোগাযোগ

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়

সোনারগাঁ,নারায়নগঞ্জ ।

 

 

েফানঃ

০২৭৬৫৬০১৭,

০১৭১২৬০৫২২৫