সংক্ষিপ্ত পরিচিতিঃসনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয় নারায়ন গঞ্জ জেলার সোনার গাও উপজেলাধীন সনমান্দী গ্রামে অবস্থিত। বিদ্যালয়টির নিজস্ব ভূমি ১.৭৪ একর । স্কুল ভবন ১০ শতাংশ, খেলার মাঠ ৮০ শতাংশ ও অন্যান্য জমির পরিমান ৮৪ শতাংশ।
স্থাপিতঃ১৯৭১
প্রতিষ্ঠান কোডঃ২৫৮৩
EIIN – 112350
কেন্দ্র কোডঃ১৭১
ইমেইল আইডিঃsonmandihasankhanhighschool@yahoo.com
সংক্ষিপ্ত ইতিহাসঃঅত্র এলাকাটি অত্যন্ত জনবহুল। এলাকাটির পাঁচ কিলোমিটারের মধ্যে কোন বিদ্যালয় না থাকায় এলাকাবাসীর উদ্যোগে ১৯৭১ সালে প্রথমে একটি টিনের চৌচালা ঘরে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী দিয়ে বিদ্যালয়টির পদযাত্রা শুরু হয়। ০১-০১-১৯৯০ সনে বিদ্যালয়টি ৯ম শ্রেণীর স্বীকৃতি লাভ করে। এরপর থেকে যথারীতি এস.এস.সি.পরীক্ষায় অংশ গ্রহন করে আসছে। বর্তমানে সুন্দর সুষ্ঠু পরিবেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে।
ক্রমিক নং | শ্রেণী | শিক্ষার্থী | মোট | |
ছাত্র | ছাত্রী | |||
১ | ৬ষ্ঠ | ৫৯ | ৬৬ | ১২৫ |
২ | ৭ম | ৪০ | ৪৩ | ৮৩ |
৩ | ৮ম | ৩০ | ৪১ | ৭১ |
৪ | ৯ম | ৩৬ | ৪৩ | ৭৮ |
৫ | ১০ম | ১৯ | ৩৯ | ৫৮ |
সর্বমোট |
| ১৮৩ | ২৩২ | ৪১৫ |
ক্রমিক নং | নাম | পদবী | মোবাইল নাম্বার |
১ | জনাব মোঃহাছান খান | সভাপতি ও প্রতিষ্ঠাতা | ০১৭১৬১৭১২৩৫ |
২ | জনাব মোঃমোছলেহ উদ্দিন মোল্যা | দাতা সদস্য | ০১৯১৬০৬০৪৩০ |
৩ | জনাব মোঃমনিরুজ্জামান মনির | কো-অপ্ট সদস্য | ০১৮১৯১১২৪৪৭ |
৪ | জনাব মোঃসাহাবদ্দিন সরকার | অভিভাবক সদস্য | ০১৯২৩৫০৪৭০৩ |
৫ | জনাব মোঃমজিবুর রহমান | অভিভাবক সদস্য | ০১৭১৬২২৪২৮০ |
৬ | জনাব মোঃআলমগীর হোসেন | অভিভাবক সদস্য | ০১৮১৯৮৬৭৫৭৭ |
৭ | জনাবমোঃআমজাদ হোসেন | অভিভাবক সদস্য | ০১৮২৫৮৩২৯৭০ |
৮ | রোজিনা বেগম | অভিভাবক সদস্য | ০১৯৩২৩৪৭৪৬ |
৯ | জনাবমোঃআজিজুল হক ভূঁইয়া | শিক্ষক প্রতিনিধি | ০১৭২৭৫০৩৬০০ |
১০ | জনাব গুরুদাস বিশ্বাস | শিক্ষক প্রতিনিধি | ০১৯১৬৫৮৬৭০৮ |
১১ | জনাব মোঃ দেলোয়ার হোসেন | প্রধান শিক্ষক/সচিব | ০১৮১৯৪৫৪০৫৬ |
ক্রমিক নং | পরীক্ষার নাম | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
০১ | জে.এস.সি. | ------- | ------ | -------- | ৫২% | ১০০% |
০২ | এস.এস.সি. | ৫২.১৭% | ৯৫% | ৭৫% | ৪৯.০৫% | ৮৫.২৪% |
সফলতাঃ১৯৭১ সালে একটি চৌচালা টিনের ঘর দিয়ে যাত্রা শুরু করে বিদ্যালয়টি আজ একটি দ্বিতল ভবনে পরিনত হয়েছে। পাবলিক পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষ জনক। বিগত বছরগুলোতে পাবলিক পরীক্ষায় জি.পি.এ.৫ সহ শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। বিদ্যালয়টি প্রাথমিক সমাপণী পরীক্ষার কেন্দ্র এবং জাতীয় ও স্থানীয় নির্বাচনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিষ্ঠানটি লেখাপড়ার গুনগত মান ও শিক্ষাগত মান বজায় রাখার পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরে সুনাম অর্জন করে আসছে।
ভবিষ্যত পরিকল্পনাঃবিদ্যালয়টি অবকাঠামোগত উন্নয়নের কাজ আরও সম্প্রসারনের সাথে সাথে বিজ্ঞান শাখা চালু করে অত্র থানায় একটি মডেল স্কুলে পরিনত করা।
যোগাযোগঃ
প্রধান শিক্ষক
সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়
ডাকঘর- সনমান্দী
উপজেলা- সোনার গা
জেলা- নারায়ন গঞ্জ
ইমেইল- sonmandihasankhanhighschool@yahoo.com
মোবাইল- ০১৯১৮৪৫৪০৫৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস