নারায়ণগঞ্জ জেলার সোনারাগাঁ উপজেলার প্রাকৃতিক শোভা মন্ডিত ঐতিহ্যবাহী নানাখী গ্রামে অবস্থিত ১.২০ একর জমির উপর মাদরাসা এতিমখানা ও বাইতুল ইজ্জত জামে মসজিদ।
সংক্ষিপ্ত ইতিহাসঃ
নারায়ণগঞ্জ জেলার অর্ন্তগত সোনারগাঁ থানাধীন নানাখী একটি ঐতিহ্যবাহী বিশাল গ্রাম। অত্র এলাকার ছেলে মেয়েদের ইসলামী শিক্ষার কোন সুযোগ ছিলনা, শুধুমাত্র ফোরকানীয়া মাদরাসা ছিল। তাই এলাকার ছেলেমেয়েদের উচ্চতর ইসলামী শিক্ষা লাভ করার লক্ষ্যে ১৯৭৫ সালের ১৪ই নভেম্বর প্রথমত হেফজ মাদরাসা, তারপর ১৯৮১ সালে এবতেদায়ী মাদরাসায় রূপান্তরীত হয়। সোনারগাঁয়ের কৃতি সন্তান শিক্ষাবিদ মরহুম আবদুল হামিদ সাহেবের স্মরনে নাম করন করা হয়, নানাখী দাঃ হামিদিয়া এবতেদায়ী মাদরাসা। মাদরাসাটির ছাত্র/ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ও এলাকার ইসলামী মনোভাব সম্পন্ন নারী পুরুষের অকৃত্রিম আগ্রহের ফলে ১৯৮৫ সালে মাদ্রাসাটি দাখিল ১০ম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়। ১-১-১৯৮৬ ইং হইতে মাদরাসাটি বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড হইতে অনুমতি লাভ করে। উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে এলাকার জন সাধারণের অধিক আগ্রহের ফলে অত্র দাখিল মাদরাসাটি ১৯৯৭ সালে আলিম মাদরাসায় উন্নিত হয় এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড হইতে ২০০৫ সনে অনুমতি লাভ করে। প্রতিষ্ঠানটি ১.২০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। এতিমখানা, হেফজখানা, লিল্লাহ্ বোর্ডিং, বাইতুল ইজ্জত জামে মসজিদ, মাদ্রাসার অন্তর্ভূক্ত।
মোট ছাত্র/ছাত্রীর সংখ্যাঃ ৩৭৬ জন।
শ্রেণী ভিত্তিক ছাত্র/ছাত্রীর সংখ্যাঃ
ক্রমিক নং |
শ্রেণী | শিক্ষার্থীর সংখ্যা | মোট | |
ছাত্র | ছাত্রী |
| ||
০১ | ১ম শ্রেণী | ২৮ | ২২ | ৫০ |
০২ | ২য় শ্রেণী | ১৬ | ১৯ | ৩৫ |
০৩ | ৩য় শ্রেণী | ২০ | ১৬ | ৩৬ |
০৪ | ৪র্থ শ্রেণী | ০৮ | ১৬ | ২৪ |
০৫ | ৫ম শ্রেণী | ১৬ | ১২ | ২৮ |
০৬ | ৬ষ্ঠ শ্রেণী | ১২ | ১৭ | ২৯ |
০৭ | ৭ম শ্রেণী | ১০ | ১৫ | ২৫ |
০৮ | ৮ম শ্রেণী | ২৩ | ২১ | ৪৪ |
০৯ | ৯ম শ্রেণী | ১৫ | ১২ | ২৮ |
১০ | ১০ম শ্রেণী | ১৭ | ১১ | ২৮ |
১১ | আলিম ১ম বর্ষ | ১৩ | ১৪ | ২৭ |
১২ | আলিম ২য় বর্ষ | ১০ | ১২ | ২২ |
সর্বমোট= | ৩৭৬ |
গভনিং বডির সদস্য বৃন্দঃ-
ক্রমিক নংঃ | নাম | পদবী | মোবাইল নম্বর |
০১ | ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া | সভাপতি | ০১৭৩২৮০২৮৯৪ |
০২ | এ.একে. এম ফজলুর রহমান মোল্লা | প্রতিষ্ঠাতা সদস্য | ০১৭২০৩১৬৬২০ |
০৩ | মোঃ খোরশেদ আলম | অভিভাবক সদস্য | ০১৭১২২২৪৮৬০ |
০৪ | ডাঃ শফিকুল ইসলাম মোল্লা | দাতা সদস্য | ০১৮১৮২৯৪২৫০ |
০৫ | কুদ্রত আলী মাস্টার | অভিভাবক সদস্য | ০১৮১৬৫৮৯৬৭৮ |
০৬ | হাসান আলী | অভিভাবক সদস্য | ০১৭৫০০১৫৮৭৪ |
০৭ | আঃ রাজ্জাক চৌধুরী | বিদ্যুৎসাহী সদস্য | ০১৯৩২০০৭৪১৫ |
০৮ | মোঃ মহিউদ্দিন | অভিভাবক সদস্য | ০১৭১৪৭৬০৯৫৩ |
০৯ | বিউটি | অভিভাবক সদস্য | ০১৭১১৩২৮১৮৭ |
১০ | মাহমুদা খানম | শিক্ষক প্রতিনিধি সদস্য | ০১৭১১১৩০০২১ |
১১ | জয়নাল আবেদীন | শিক্ষক প্রতিনিধি সদস্য | ০১৭১১৩২৮১৮৭ |
১২ | জহিরুল হক | শিক্ষক প্রতিনিধি সদস্য | ০১৮২২৪৫২৩৬৭ |
১৩ | মোঃ নুরুল ইসলাম | অধ্যক্ষ | ০১৭১৬১৪০২৮৬ |
বিগত ৫বছরের পাবলিক পরীক্ষার ফলাফলঃ
ক্রমিক | পরীক্ষার নাম | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
০১ | ইবতেদায়ী সমাপনী পরীক্ষা |
|
|
| ৯২% | ১০০% |
০২ | জে.ডি.সি |
|
|
| ৮৪% | ৯১% |
০৩ | দাখিল | ৩১% | ৯৫% | ৯১% | ৮৪% | ৮৫% |
০৪ | আলিম | ৫০% | ৮২% |
| ৬০% | ৮১% |
সফলতাঃ
একটি টিনের ঘর দিয়ে ১৯৭৫ সনে হেফজখানা থেকে শুরু করে ইবতেদায়ী, পর্যায়ক্রমে দাখিল, আলিম শ্রেণীতে উন্নিত হয়ে বর্তমানে প্রায় ৪০০ ছাত্রছাত্রী এবং ২১ জন শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারী কর্মরত আছে। একটি পাকা ভবন, ২টি আধাপাকা ভবন, ২টি টিনের ঘর ও পাকা মসজিদের সমন্বয়ে একাডেমিক কার্যক্রম সুষ্টভাবে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটির লেখাপড়ার গুনগত মান সন্তোষ জনক। প্রতি বৎসর এবতেদায়ী সমাপনী পরীক্ষা জে.ডি.সি পরীক্ষায় ১০০% উত্তীর্ণসহ ইবতেদায়ী বৃত্তি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়ে কৃতিত্ব অর্জন করে আসছে। এছাড়া জে.ডি.সি, দাখিল, আলিম পরীক্ষায় ছাত্র/ছাত্রীরা A+ পেয়ে মাদ্রাসা তথা এলাকার সুনাম ও সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ
বিদ্যমান অবকাঠামোগত উন্নয়নের কাজ আরও সম্প্রসারণের সাথে সাথে দাখিল পর্যায়ে বিজ্ঞান বিভাগ চালু সহ প্রতিটি পাবলিক পরীক্ষার ফলাফল গুনগত মান আরও বৃদ্ধির পাশাপাশি পাশের হার ১০০% এ উন্নিত করণের প্রচেষ্টা অব্যাহত আছে।
যোগাযোগ
অধ্যক্ষ
নানাখী দাঃ হাঃ আঃ মাদ্রাসা
গ্রামঃ নানাখী, ডাকঘরঃ আলিপুরা,
উপজেলাঃ সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ।
মোবাঃ ০১৭১৬১৮০২৮৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস